বাঙালী মাত্রই তর্কপ্রিয়- এ কথার স্বপক্ষে আজ আর নজির দিতে লাগে কি? সর্বত্রই বাঙালী তর্ক করে চলেছেন, বাঙালী ইসকুল কলেজে শিখেছে ডিবেট ক্লাবে বিপক্ষে বললে বেশী হাততালি, এখনকার ভাষায় বললে বেশি লাইক।সেইজন্য বিপক্ষে চেঁচাতে...
খুব বেশীদিন নয়, তিন শতকের শহরে, মাত্র তিন দশক আগেও আমরা গান শুনতাম, গান দেখতাম কম।শিল্পীকে না দেখেই তাঁদের গান শুনতাম, আমাদের ছোটোবেলাতেও। গুরুগম্ভীর স্বরে ঘোষকের গলায় রেডিওতে শুনতাম, “এখন শুনবেন পুরাতনী গান, শিল্পী...