বাঙালী মাত্রই তর্কপ্রিয়- এ কথার স্বপক্ষে আজ আর নজির দিতে লাগে কি? সর্বত্রই বাঙালী তর্ক করে চলেছেন, বাঙালী ইসকুল কলেজে শিখেছে ডিবেট ক্লাবে বিপক্ষে বললে বেশী হাততালি, এখনকার ভাষায় বললে বেশি লাইক।সেইজন্য বিপক্ষে চেঁচাতে...
সময়টা বাংলা ভাগেরও প্রায় একশ বছর আগের। তখন ভিসার ঝঞ্ঝাট, অনিশ্চয়তা, এইসবের ধার ধারতে হত না বাঙালীকে। পাবনায় জন্ম নিয়ে, কোচবিহারের ইস্কুলে পড়তে কোন বাঁধা ছিলনা। রাজশাহী থেকে কলকাতায় এসে বাকী পড়াশুনো এগিয়ে নিয়ে...