lata mangeshkar

“বন্দরে আসি তোর লাইগ্যা…..”

গত পৌনে দুই মাসে খুব তাড়াতাড়ি অনেক কিছু ঘটে গেল, যার বেশীরভাগটাই অঘটন। প্রিয় শহর কলকাতায় গান গাইতে এলেন প্রবাদপ্রতিম শিল্পী। অসম্ভব গরমে, অনিয়ন্ত্রিত শীত তাপে, হাজার হাজার মানুষের ভিড়ে দ্যা শ্যো ওয়েন্ট অন,...

“কভি মুঝকো ইয়াদ করকে………..”

ঈশ্বরে বিলীন হলেন ঈশ্বরী। চল্লিশের দশক থেকে আট দশক ধরে ইতিহাস তৈরী করেছেন তিনি। এই ঈশ্বরী শুধু গান গেয়েছেন।প্রথম প্রেমে পড়া কলা বিনুনি বাঁধা কিশোরী থেকে গোলাপি চুলের পিকসি কাটের কিশোরীটিরও, কল্পনায় প্রেমিককে ভেবে...

কে দিল অভি ভরা নেহি – জন্মদিনে সুরকার জয়দেবকে মনে করে

তখন মধ্যবিত্ত বাঙালি বলে এক প্রজাতি বাস করতেন এই ধরাধামে। আমার ছোটবেলাতেও তাদের দেখেছি, বড় হয়েছি সেইরকম মধ্যবিত্ত বাঙালি বাবা মায়ের আদরে, শাসনে। ঠাসা বই আর ঠাসা ক্যাসেট এই ছিল অ্যাসেট।পুজোর সময় হয় বেড়াতে...

Recent posts

Popular categories